আসসালামু আলাইকুম, আমি রুহুল খান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে থাকি। আমি আমেরিকার বিভিন্ন স্টেট ঘুরে ঘুরে বিভিন্ন বিষয় আপনাদেরকে জানিয়ে থাকি ভিডিওর মাধ্যমে তার ধারাবাহিকতায় এই ওয়েবসাইটটিতে আমি আপনাদেরকে জানাইবো আপনি আমেরিকাতে এসে কোন সুন্দর সুন্দর লোকেশন গুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং যেটা দেখলে আপনার অনেক ভালো লাগবে। এখানে আপনারা আরো জানতে পারবেন কোন কোন ভিসার মাধ্যমে ইমিগ্রেশন ফেস করে আমেরিকাতে আসতে পারবেন এবং আমেরিকান এম্বাসি আপনাকে কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। পাশাপাশি এখানে আমি সমসাময়িক ঘটে যাওয়া এমরিকা এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করব। এখন বলি, আমি আসলে কেমন মানুষ আমি রুহুল খান ঘুরতে পছন্দ করি। নিজে দেখতে পছন্দ করি এবং মানুষকে দেখাইতে পছন্দ করি সেই চেষ্টা থেকে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও করছি. এখন চিন্তা করলাম আপনাদেরকে লেখনীর মাধ্যমেও ইনফরমেশন গুলো জানাইতে পারবো যে কারণে এই ওয়েবসাইটটি ওপেন করা। একটু বলে রাখা ভালো ইতিমধ্যে আমেরিকার ৫০ টা স্টেট এর মত ১০ থেকে ১২ টি স্টেট আমি ঘুরে ফেলেছি। আমি সাম্প্রতি তুরস্ক ঘুরে এসেছি ১০-১২ দিনের জন্য সেখানে আমি তুরস্কের তপকাপি প্লেয়ালেস সহ অন্যান্য জায়গাগুলো ঘুরেছি. বেশ ভালো লেগেছে তো এভাবে আমি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরতে চাই এবং আমেরিকার স্টেট গুলো ঘুরে দেখাইতে চাই। আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সঙ্গে থাকলে সময়টি ইনজয় করতে পারবেন. সবাইকে অনেক অনেক ধন্যবাদ।