আমেরিকাতে-বাড়ি-ভাড়া-কত-টাকা

আমেরিকাতে বাসা ভাড়ার জন্য কত টাকা বা ডলার খরচ করতে হবে

September 1, 2023
Latest Articles, Travel Guide

আমেরিকাতে বাসা ভাড়ার জন্য কত টাকা বা ডলার খরচ করতে হবে

আমেরিকাতে বাসা ভাড়া নিতে হলে আসলে কত টাকা বা ডলার খরচ করতে হবে আজকে আপনাদের এই আর্টিকেলের মাধ্যমে জানাতে যাচ্ছি আমেরিকার নিউইয়র্ক অথবা আমেরিকার যাওয়ার ৫০ টা স্টেট আছে সেখানে বাসা ভাড়া নিতে গেলে আপনার কত টাকা বা ডলার খরচ করতে হবে.

প্রথমে আপনাদের আমেরিকার নিউ মার্কেট প্রাইভেট এবং অ্যাপার্টমেন্ট বাসা ভাড়া সম্পর্কে বলবো প্রথমে বলছি নিউইয়র্কের প্রাইভেট হাউসে বাসা ভাড়া নিতে গেলে দামের ভিন্নতা রয়েছে নিউইয়র্কের পাঁচটি অংশ কুইন্স ব্রুকলিন ব্রাংস ম্যানহাটন ইস ডাটা নাইলন নিউইয়র্কের এই পাঁচটা অংশের বাসা বাড়ার জায়গা পাইলে ভিন্নতা রয়েছে।

আপনি যদি নিউইয়র্কের কুইন্সে বাসা ভাড়া নিতে যান জ্যাকসন হাইট এলাকাতে প্রাইভেট হাউস ওয়ান বেডরুম 1700 থেকে ১৮ শত ডলার হতে পারে অন্যদিকে খিল সাইড এলাকাতে 14 থেকে 1600 ডলার হতে পারে এখন আপনি যদি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ বাসা ভাড়া নিতে যান ওয়ান বেডরুমের সেক্ষেত্রে নিউইয়র্কের জ্যাকসনের এলাকাতে প্রায় দুই হাজার ডলার এররের অধিক খরচ করতে হবে.

একটা কথা বলে রাখা ভালো আপনি আমেরিকার অন্যান্য স্টেট এ বাসা ভাড়া খুবই কম দামে পাবেন কিন্তু নিউইয়র্কে অনেক সময় অনেক দামে দিয়ে বাসা ভাড়া নিতে চাইলেও বাসা খুজে পাওয়া অনেক দুষ্কর ব্যাপার এজন্য যারা আমেরিকাতে আসবেন তাদেরকে আরো একটি বললে রাখতে চাই যে বিশেষ করে নিউইয়র্কে যেরকম বাসা খুঁজে পাওয়া কষ্টকর ঠিক তেমনি কাজ খুঁজে পেতে গেল বেশ কষ্টসাধ্য।

এজন্য আপনারা যখন আমেরিকাতে আসার চেষ্টা করবেন তখন প্রথমে নিউইয়র্ক ছাড়া অন্যান্য স্টেটে আসার চেষ্টা করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *