আল্লামা-দেলোয়ার-হোসেন-সাঈদী

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সংক্ষিপ্ত জীবনী

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সংক্ষিপ্ত জীবনী

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একজন ইসলামী চিন্তাবিদ পন্ডিত, বক্তা ও রাজনীতিবিদ ছিলেন।
# আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ১৯৪০ সালের ২য় ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানি গ্রামে জন্মগ্রহণ করেন।

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পিতার নাম ছিলেন ইউসুফ সাঈদী যিনি একজন স্বনামধন্য ইসলামিক চিন্তাবিদ আলেম ছিলেন।

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাতার নাম ছিলেন গুলনাহার বেগম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর চারটি পুত্র সন্তান
* রফিক সাঈদী
* শামীম সাঈদী
* মাসুদ সাঈদী এবং
* নাসিম সাঈদী।

#শিক্ষা জীবন:-
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন। পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে 1962 সালে ছারছিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন। কামিল পাস করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ পাঁচ বছর অধ্যয়ন করেন।

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশের ৫০ বছরের ইসলাম প্রচারের সংক্ষিপ্ত নমুনা:-
* চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানের প্রতি বছর পাঁচ দিন করে দীর্ঘ ২৯ বছর মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এ মাহফিলের দুই বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
* খুলনা সার্কিট হাউজ ময়দানসহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর দুইদিন করে দীর্ঘ ৩৮ বছর তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়।
* কুমিল্লা কেন্দ্রীয় ঈদগা ময়দানে তিন দিনব্যাপী দীর্ঘ ৩১ বছর যাবত তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়।
* ঢাকা কমলাপুর রেলস্টেশনের ময়দানে ও পল্টন ময়দানে প্রতিবছর তিনদিন করে দীর্ঘ ৩৪ বছর যাবত তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়।
* বগুড়া শহরের প্রতিবছর দুইদিন করে দীর্ঘ ২৫ বছর যাবৎ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।
* রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রতিবছর তিনদিন করে দীর্ঘ ৩৫ বছর যাবৎ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।
* সিলেট সরকারি আলিয়া মাদসা মাঠে প্রতিবছর তিনদিন করে দীর্ঘ ৩৩ বছর যাবত তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক জীবন:- ১৯৭৯ সালের সাধারণ সমর্থক হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশ জামায়াত ইসলামী যোগদান করেন।
১৯৮৯ সালে বাংলাদেশ জামাত ইসলামী মজলিসের সূরার সদস্য হিসাবে নির্বাচিত হন।

আন্তর্জাতিক প্রসঙ্গে:-
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পৃথিবীর অর্ধ শতকের বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সু-মহান আদর্শ মানুষের কাছে তুলে ধরে ছিলেন।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ১৯৭৬ সাল থেকে সৌদি আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে হজ্জ পালন করে আসছেন।
১৯৯০ সাল থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত প্রতিবছর রমজান মাসে মক্কা মদিনায় থাকার রুটিন হয়ে ছিল।
১৯৮২ সালে ইমাম সৈয়দ আলী হোসেনী খোমিনীর আমন্ত্রণে ইরানে প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তেহরান সফর করেন।

১৯৯১ সালের সৌদির বাদশা আমন্ত্রণে কুয়েত- ইরাক যুদ্ধের মীমাংসার বৈঠকে তিনি যোগদান করেন।
১৯৯১ সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাব ভূষিত করেন।
লন্ডন মুসলিম সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে কাবা শরিফের সম্মানিত ইমাম ‘শাইখ আব্দুর রহমান আল সুদাইসী’ সাথে মাওলানা সাঈদী ও আমন্ত্রিত হন।
১৯৯৩ সালের নিউইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মিলনে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রাউন্ড মার্শাল পদক দেওয়া হয়।
দুবাইয়ের সরকারের আমন্ত্রণে ২০০০ সালের ৮ ডিসেম্বর আরব আমিরাতে ৫০ হাজারেরও বেশি শ্রোতার সামনে তিনি কুরআনের তাফসীর পেশ করেন।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হাতে হাত রেখে 600 দিকের অধিক অমুসলিম ভাই বোন ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সাবেক সংসদ সদস্য:-
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ১৯৯৬ সালে 12 জুন থেকে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত একজন সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কারা বরণ:-
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রথম কারাবরণ করেন ১৯৭৫ সালে।
দ্বিতীয় কারাবরণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ২০১০ সালের ২৮ শে জুন।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যোদ্ধা পরাদ মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় পরবর্তীতে আপিল করে যাবজ্জীবত কারাদণ্ড হয় । তার ভক্তরা এই রায় অবৈধ বলে রাজপথে আন্দোলন করে 150 জনের বেশি অধিক শহীদ হয়েছেন ।

মৃত্যুবরণ:-
বাংলাদেশের জামাতের ইসলামী নায়েবে আমির আন্তরিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও সাবেক এমপি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ২০২৩ সালের ১৪ আগস্ট রাত ৮ঃ৪০ মিনিটে হৃদরোগ আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন। এর আগে ১৩ই আগস্ট রবিবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন।
পরে তাকে কারাগার থেকে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয় নেয়া হয়। ২০২৩ সালের ১৫ই আগস্ট পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনে জানাজা নামাজের পর সমাধি করা হয়।

#আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য আন্তর্জাতিক অঙ্গনে গায়েবানা জানাজা:-

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর শুধু বাংলাদেশের জনপ্রিয়তা নয় আন্তর্জাতিক অঙ্গনে ও তার ব্যাপক জনপ্রিয়তা আছে আন্তর্জাতিক অঙ্গনে গায়েবানা জানাজা।
* নিউইয়র্ক
* রিয়াদ
* ইতালির রোমে
* আফ্রিকার
*জো হামসবার্গ
*সুইডেন
*ইতালির মিলানে
* ইস্তাম্বুল
*আবুধাবি
*ফিলিস্তিন
*দুবাই
*মালয়েশিয়া কুয়ালালামপুর
*লন্ডন
*গোলামারা সৌদি ও
* সৌদি আরব।

বিশেষ দ্রষ্টব্য:- কাবা শরীফের ভিতরে বিশ্বের চার জন ব্যক্তি ঢোকার অনুমতি ছিল তার ভিতরে বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জান্নাতের সর্বোচ্চ স্থানে মর্যাদা দান করুন, সবাই বলি আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *