আমেরিকাতে ইউলো ট্যাক্সি চালিয়ে মাসে কত ইনকাম করতে পারবেন ও কিভাবে লাইসেন্স পাবেন বিস্তারিত আলোচনা করব
আমেরিকাতে ইউলো ট্যাক্সি চালিয়ে মাসে কত ইনকাম করতে পারবেন ও কিভাবে লাইসেন্স পাবেন বিস্তারিত আলোচনা করব।
আজকে আমি রুহুল খান (USA) ও মমিন ভূঁইয়া ঢাকা ঢাকা গাজীপুরের (USA)এর প্রবাসী বিস্তারিত আলোচনা করব।
#লাইসেন্স কিভাবে করবেন বা পাবেন।
আমেরিকাতে ইয়োলো ট্যাক্সি চালানোর ড্রাইভিং শেখার আগে, প্রথমে আপনাকে নানার পারমিট নিতে হবে। লানার পারমিট নিয়ে আপনাকে ড্রাইভিং শিখতে হবে। তারপর ড্রাইভিং শেখার পরে আপনাকে রেগুলার লাইসেন্স নিতে হবে। রেগুলার লাইসেন্স পাওয়ার পরে আপনি ড্রাইভ করে কানাডা মেক্সিকো বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, কিন্তু আপনি যদি নিউইয়র্কের ভিতরে ইয়েলো ট্রাফিক চালাতে চান বা প্যাসেঞ্জার নিতে চান, তাহলে আপনাকে আরেকটা এক্সট্রা লাইসেন্সে নিতে হবে (TLC) লাইসেন্স নিতে হবে। যার ফুল মিনিংস হচ্ছে টেক্সি এন্ড লিমোজিন কমিশন। পৃথিবীর ভিতরে একমাত্র দেশ নিউইয়র্ক যেখানে ইয়োলো ট্যাক্সি চালানোর জন্য শুধুমাত্র স্পেশাল একটা লাইসেন্স নিতে হয় যার নাম (TLC) লাইসেন্স। তারপরে আপনি নিউইয়র্কে ইয়োলো ট্যাক্সি ভাড়া করে বা নিজে কিনে চালাইতে পারবেন।
#ড্রাইভিং লাইসেন্স করতে কত খরচ হবে।
আপনি যদি একবার দক্ষতার সাথে পরীক্ষা দিয়ে পাস করতে পারেন, তাহলে আপনাকে ১০০০ ডলারের ভিতরে হয়ে যাবে। যা বাংলাদেশের টাকায় ১ লাখ ১৫ হাজার টাকা মত আসবে।
আর আপনি একবার পরীক্ষা দিয়ে যদি অকৃতকার্য হন। তাহলে আপনাকে দ্বিতীয়বার পরীক্ষা দিতে লাইসেন্স পেতে আপনাকে লাগবে 1550 ডলার যা বাংলাদেশের টাকায় এক লক্ষ আশি হাজার টাকা মত।
#আমেরিকাতে ইউনো ট্যাক্সি প্রতিদিন বা সাপ্তাহিক ভাড়ার পরিমাণ।
আমেরিকাতে ইয়োলো ট্যাক্সি দুই শিফটে ভাড়া হয়ে থাকে। দিনে 12 ঘন্টা, রাত্রে ১২ ঘন্টা, প্রতি শিফটে ভাড়ার পরিমাণ প্রতিদিন ৯০ ডলার করে, দিনের শিফটে ৯০ ডলার, রাত্রে ৯০ ডলার, ভাড়ার পরিমাণ সমান।
আর এক সপ্তাহে আপনি ছয় সিফটে ভাড়া নিতে পারবেন। ছয় শিফটের ভাড়া পরিমাণ ৫৫০ ডলার। ইয়োলো ট্যাক্সিতে যে গ্যাস খরচ হবে, সেটা নিজের থাকবে, তা ছাড়া আরও টুকিটাকি কিছু খরচ আছে।
#আমেরিকাতে ইয়োলো ট্যাক্সি চালিয়ে মাসে ইনকামের পরিমাণ।
আপনি যদি প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা ড্রাইভ করেন। তাহলে প্রতিদিন আপনাকে ৩৪০-৫০ ডলার টাকা ইনকাম করতে পারবেন। যা বাংলাদেশের টাকায় ৩৫-৪০ হাজার টাকা । প্রতি সপ্তায় ২০০০ থেকে ২২০০ ডলার ইনকাম করতে পারবেন । যা বাংলাদেশের টাকায় ২ লাখ ৪০ হাজারের মতো। আর মাসের 8000 থেকে 9000 ডলার ইনকাম করতে পারবেন। যা বাংলাদেশের টাকায় ৯ লাখ ৭০ হাজার টাকার মতো।
# ইয়োলো ট্যাক্সি নিউইয়র্কের কোথায় কোথায় চালাতে পারবেন।
কুইন্স, ব্রান্স, ম্যানহাটন, এ এলাকাতে এই ইয়োলো ট্যাক্সি চালাতে পারবেন।
#এই ইয়োলো ট্যাক্সি আপনি নিজে কিনে নিতে পারবেন কিনা।
এই ইয়োলো ট্যাক্সি আপনি নিজে কিনে মালিক হতে পারবেন। যার বর্তমান বাজার মূল্য দেড় লক্ষ ডলার যা বাংলাদেশী টাকা ১৭ কোটি ২৫ লক্ষ।
#আপনি আমেরিকাতে ইয়োলো টাক্সে চালায় যদি এক্সিডেন্ট করেন তাহলে ক্ষয়ক্ষতি কে দিবে।
আপনি যদি আমেরিকাতে ইয়েলো ট্যাক্সি চালিয়ে যদি কোন এক্সিডেন্ট করেন ক্ষয়ক্ষতি হয় তাহলে আপনার গাড়ির মালিক বা কোম্পানি ক্ষতিপূরণ দিবে।
এবং গাড়ির ইন্সুরেন্সের যে টাকা কোম্পানি বহন করবে।
এমন হেল্পফুল ভিডিও আমাদের পেজে প্রতিনিয়ত আপলোড হয় ফলো দিয়ে সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।