আমেরিকায় ভ্রমন ভিসায় যাওয়ার জন্য কি কি কাগজপত্র লাগে এবং ইন্টারভিউতে কি কি প্রশ্ন কর
আমেরিকাতে যাওয়ার জন্য আবেদন করতে লাগবে সর্বপ্রথম ছয় মাস মেয়াদ আছে এমন একটি ই- পাসপোর্ট!
আবেদন ফরমটি অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে! আবেদন ফরমে লিখতে হবে অবশ্যই, আপনি আমেরিকায় কোথায় যাবেন কোন স্টেটে থাকবেন এটা উল্লেখ করতে হবে! এবং কিসের জন্য যাবেন সেটা উল্লেখ করতে হবে!
➡ আবেদনের সময় যে বিষয়গুলো অবশ্যই উল্লেখ করতে হবে!
আপনি যে ফোন নাম্বারটা ব্যবহার করছেন সে নাম্বারটা দিবেন! পূর্বে যদি কোন ফোন নাম্বার ব্যবহার করে থাকেন সেটাও দিবেন! আপনার ফেসবুক আইডি! Whatsapp নাম্বার! ইমেইল এড্রেস! YouTube এ চ্যানেল আছে কিনা, সেটা উল্লেখ করতে হবে! এইগুলা যদি একের অধিক থাকে সেটা উল্লেখ করবেন!
➡ আরেকটা বিষয় হচ্ছে এর আগে আপনি কয়টা দেশ ভ্রমণ করছেন! এবং কয়টা দেশ রিজেক্ট হয়েছে!
➡ আরেকটা মেইন বিষয় হচ্ছে আপনার সোর্স অফ ইনকাম! কে আপনার এই খরচ বহন করবে? আপনি আমেরিকাতে কতদিন থাকবেন! আপনি কি জব করেন! কি ব্যবসা করেন বা কোন সরকারি চাকরির রিটায়ার্ড পারসন কিনা! বা আইনজীবী!
আপনি যে কর্মের ভিতর থাকবেন, সে কর্মের অবশ্যই ডকুমেন্ট লাগবে অফিসের ফোন নম্বর ইমেইল সহ! এবং আপনার মাসিক ইনকাম এক থেকে দেড় লাখ টাকা মতো হলে হবে! এবং আপনার বাৎসরিক ৪ থেকে ৫ লক্ষ টাকা ইনকাম অবশ্যই ইনকাম দেখাতে হবে! এবং আপনি একজন ভ্রমণ প্রিয় মানুষ এটা তাদেরকে অবশ্যই বুঝাতে হবে!
➡ আপনার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে! আপনার পূর্বে অন্য দেশের ভ্রমণের হিস্টরি অন্য কোন দেশে গিয়ে সে দেশের আইন লঙ্ঘন করছেন কিনা ঠিক টাইমে গিয়েছেন আবার ঠিক ঠিক টাইমে ফিরে এসেছেন কিনা সেটা দেখবে! আপনি আমেরিকাতে গিয়ে খরচবিহার করতে পারবেন কিনা! সেটা অবশ্যই প্রমাণ করতে হবে! তার জন্য বাৎসরিক ৫ লক্ষ টাকা ইনকাম থাকলে হবে!
➡ আপনার ভাইবা বোর্ডে কি কি কাগজপত্র নিয়ে যাবেন
* আপনার পাসপোর্ট পূর্বে যদি কোন পাসপোর্ট থাকে সেটাও নিতে হবে
* জাতীয় পরিচয় পত্র
* জন্ম নিবন্ধন কার্ড ইংরেজিতে
* আপনার ইনকাম ট্যাক্স এর সকল ডকুমেন্ট
* ম্যারেজ বা ডিভোর্স থাকলে সকল কাগজপত্র ইংরেজিতে
* আপনি যদি সরকারি চাকরিজীবী হন ছুটি অনুমতি পত্র ইংরেজিতে
* আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসায়িক ম্যানেজারের কর্তৃক এই কয়দিন ছুটি কাটাবো তার কাগজপত্র ইংরেজিতে
* যদি জায়গা জমি থাকে তার কাগজ
আপনার ভ্রমণ ভিসার জন্য ভাইভা বলে এই কাগজপত্র গুলো অবশ্যই নিয়ে যাবেন! আপনার যদি কোন কাগজ না থাকে তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা আজকে নয় কালকে নিয়ে আসব ! তাহলে আপনার ভিসা বাতিল হয়ে যাবে! ভ্রমণ ভিসার জন্য শুধু এপ্রুভ আর নট এপ্রুভ বলে আপনাকে পাসপোর্ট ধরিয়ে দেবে!